১০ ট্রাক অস্ত্র মামলায় আজ ফের যুক্তি উপস্থাপন

| রবিবার , ১৫ ডিসেম্বর, ২০২৪ at ১০:৩৩ পূর্বাহ্ণ

আলোচিত দশট্রাক অস্ত্র মামলায় ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের আপিলের ওপর রোববার (আজ) ফের শুনানি হবে। এদিন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরীন আক্তারের হাইকোর্ট বেঞ্চে বিকাল মামলাটি তিনটায় শুনানির জন্য কার্যতালিকায় রাখা হয়েছে। খবর বাংলানিউজের।

এর আগে গত ৬ নভেম্বর এ শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষ প্রয়োজনীয় নথি উপস্থাপনে পর যুক্তি উপস্থাপন করেন। এরপর আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আসিফ ইমরান জিসান। আসামি পক্ষে শুনানিতে রয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, আইনজীবী মোহাম্মদ আহসান ও আইনজীবী শিশির মনির। এছাড়া পলাতক আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাসনা বেগম রয়েছেন।

২০১৪ সালের ৩০ জানুয়ারি ১০ ট্রাক অস্ত্র আটক সংক্রান্ত দু’টি মামলার মধ্যে চোরাচালান মামলায় (বিশেষ ক্ষমতা আইনে) সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামী (ফাঁসির দণ্ড কার্যকর), সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াসহ ১৪ আসামিকে মৃত্যুদণ্ড দেন চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল১ এর বিচারক এসএম মজিবুর রহমানের আদালত।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলী বধ্যভূমি সংরক্ষণের উদ্যোগ নেবে চসিক
পরবর্তী নিবন্ধসবার জন্য বাসযোগ্য ও উপভোগ্য দেশ গড়ে তুলব : তারেক রহমান