১০ জনের মনোনয়ন বৈধ, একজনের বাতিল

কক্সবাজার-৩ ও ৪ আসন

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ৪ জানুয়ারি, ২০২৬ at ৩:১১ পূর্বাহ্ণ

মনোনয়নপত্র যাচাইবাছাইয়ের দ্বিতীয় দিনে কক্সবাজার(সদর, রামু, ঈদগাঁও) ও কক্সবাজার(উখিয়াটেকনাফ) আসনের কার্যক্রম সমাপ্ত হয়েছে। গত শনিবার সকালে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই দুই আসনের মনোনয়ন যাচাইবাছাই অনুষ্ঠিত হয়।

কক্সবাজার৩ আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ভোটার স্বাক্ষরজনিত জটিলতার কারণে স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস মিয়ার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আসনটিতে ধানের শীষের প্রার্থী লুৎফুর রহমান কাজল, জামায়াত ইসলামের শহিদুল আলম বাহাদুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুল ইসলাম, বাংলাদেশ লেবার পার্টির জগদীশ বড়ুয়া পার্থ এবং আমজনতার দলের নুরুল আবছারের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

কক্সবাজার৪ আসনে ৫ জন প্রার্থীর মাঝে ৫ জনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়। তারা হলেন, বিএনপির শাহজাহান চৌধুরী, জামায়াতের নুর আহমদ আনোয়ারী, ইসলামী আন্দোলন বাংলাদেশের নুরুল হক, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম’র সাইফুদ্দিন খালেদ ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির আব্দুল্লাহ আল আরফাত। রিটার্নিং কর্মকর্তা মো..মান্নান জানান, কক্সবাজার৩ ও ৪ আসনে মোট ১১ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাইবাছাই শেষে কঙবাজার৩ আসনে ১ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, বাকি ১০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ৫ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত আপিল করার সুযোগ রয়েছে। এর আগের দিন, শুক্রবার বিকেলে, কক্সবাজার১ ও ২ আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাইবাছাই কার্যক্রম সম্পন্ন হয়। কঙবাজারের ৪টি আসনে মোট ২৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন, যার মধ্যে যাচাইবাছাই শেষে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ১৮ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমব করে মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে : মান্না
পরবর্তী নিবন্ধরাউজানে বিএনপির দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা