নগরের বায়েজিদ বোস্তামি পলিটেকনিক মোড় এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে গতকাল সকাল ৮টা থেকে সড়ক অবারোধ করে বিক্ষোভ করেছেন। বকেয়া পরিশোধের শর্তে ১০ ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে সড়ক ছাড়েন তারা। আনোয়ারা ড্রেস মেকার্স লিমিটেড ও ফ্রাংক এ্যাপারেলস লিমিটেডের ৪–৫ শতাধিক শ্রমিক এ অবরোধ করেন। পরে সন্ধ্যায় আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায় সড়ক ছেড়ে যান পোশাক শ্রমিকরা।
ওই দুই গার্মেন্টসের শ্রমিকদের বক্তব্য, গত ৩ মাস ধরে বেতন পাচ্ছেন না। মালিকপক্ষ নানা অজুহাত দেখাচ্ছে। গতকাল বেলা ১২টার দিকে কিছু শ্রমিককে ডিসেম্বর মাসের অর্ধেক বেতন দেওয়া হয়। এতে তারা আরও ক্ষুব্ধ হন।
আকস্মিকভাবে সড়ক অবরোধের কারণে টেকনিক্যাল মোড় এলাকায় রাস্তার উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে সেনাবাহিনী, শিল্পাঞ্চল পুলিশ ও খুলশী থানার পুলিশ গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।
এ বিষয়ে শিল্প পুলিশ–৩ এর সহকারী পুলিশ সুপার মো. জসীম উদ্দিন বলেন, শ্রমিকদের দাবি অনুযায়ী তাদের ডিসেম্বর মাসের বেতন পরিশোধ করার আশ্বাস দিয়েছে মালিকপক্ষ। মঙ্গলবার (আজ) ৫০ শতাংশ বেতন পরিশোধ করা হবে। বাকি ৫০ শতাংশ ১০ ফেব্রুয়ারির মধ্যে পরিশোধ করা হবে। পাশাপাশি ২৭ ফেব্রুয়ারির মধ্যে জানুয়ারি মাসের বেতন পরিশোধ করা হবে। আশ্বাসের পর অধিকাংশ শ্রমিক ঘরে ফিরে গেছেন।
শ্রমিকদের বিক্ষোভ চলাকালে আশপাশের সড়কে যানচলাচল বন্ধ হয়ে পড়ে। শ্রমিকরা সড়ক ছেড়ে দেয়ার পর টেকনিক্যাল মোড় এলাকায় রাস্তার উভয় পাশের যানচলাচল স্বাভাবিক হয়। ঘটনাস্থলে সেনাবাহিনী, শিল্পাঞ্চল পুলিশ ও খুলশী থানা পুলিশ যানবাহন নিয়ন্ত্রণে কাজ করেন।
আনোয়ারা ড্রেস মেকার্সের সুইং অপারেটর রুবি আক্তার বলেন, এক বছর ধরে মালিক আমাদের বেতন নিয়ে টালবাহানা করছেন। দুই মাস পর এক মাসের বেতন দিতেন, এখনো ডিসেম্বরের বেতন পর্যন্ত পাইনি। হঠাৎ কারখানা বন্ধ করে দেওয়ায় আমরা বাধ্য হয়ে রাস্তায় বসেছি।