কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় বন্দুকযুদ্ধে দুই মাদক কারবারি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১০ কোটি ২০ টাকা মূল্যের ইয়ারা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। টেকনাফে গতকাল রোববার ভোর রাতে দমদমিয়া নাফ নদী সংলগ্ন জোড়া ছড়া নামক স্থানে বিজিবির মাদক বিরোধী অভিযানে এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তিন লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে। গোলাগুলির ঘটনায় দুজন বিজিবি জওয়ান আহত হয়েছেন। এ সময় অপর ২ জন পাচারকারী নদীতে সাঁতার কেটে মিয়ানমারের দিকে পালিয়ে গেলেও একজনকে কেওড়া বাগানে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ ফয়সল হাসান খান। তিনি বলেন, টেকনাফে বিজিবির অভিযানে ১০ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে। এ সময় উভয় পক্ষের মধ্যে ৫-১০ মিনিট গোলাগুলির ঘটনা ঘটে। এতে একজন ইয়াবা কারবারির গুলিবিদ্ধ দেহ পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ প্রায় ২৭ বছর বয়সী যুবকটিকে মৃত ঘোষণা করে। এ পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত করা যায়নি।
উখিয়ায় পাচারকারী নিহত : উখিয়ার রাজাপালংয়ের জইল্যার গোদা এলাকায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে মোহাম্মদ শাহজাহান (২৭) নামের এক মাদক কারবারি নিহত হয়েছেন। এ সময় ৫০ হাজার পিস ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহজাহান উখিয়ার ডেইলপাড়া গ্রামের সৈয়দ নুরের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও ইয়াবা পাচারের অন্তত ১০টি মামলা রয়েছে বলে দাবি করেছে বিজিবি।
লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, শনিবার দিবাগত রাত পৌনে তিনটার রেজুআমতলী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান প্রবেশ করবে-এমন সংবাদে টহল জোরদার করে বিজিবি। টহরত বিজিবি সদস্যরা ৪-৫ জনের একটি দল প্রবেশের চেষ্টাকালে তাদের থামানোর সংকেত দেয়। কিন্তু বিজিবির অবস্থান টের পেয়ে তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ শাহজাহানকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়।












