১০ উইকেটে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২৮ জুন, ২০২২ at ১০:৩৩ পূর্বাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট লুসিয়া টেস্টে প্রত্যাশিত পরিণতিই বরণ করল বাংলাদেশ। কোনমতে ইনিংস পরাজয় এড়াতে পারলেও ১০ উইকেটের বিশাল পরাজয় মানতে হয়েছে টাইগারদের।

ফলে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। বৃষ্টির কারণে দুই সেশনের মত খেলা না হলেও শেষ সেশনে বাংলাদেশকে অলআউট করে ১০ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা। আগের দিনের ৬ উইকেটে ১৩৬ রান নিয়ে খেলতে নেমে ১৮৬ রানে অলআউট হয় বাংলাদেশ।

৬০ বলে ৭০ রান করেন সোহান। ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৩ রানের। ১৭ বল খেলে সে লক্ষে পৌঁছে যায় স্বাগতিকরা কোন উইকেট না হারিয়ে।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে যুবলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা
পরবর্তী নিবন্ধমেনাভী টেক্সটাইলের ৬ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা