১০ আগস্ট থেকে ওমরার সুযোগ পাবে বিদেশিরাও

| মঙ্গলবার , ২৭ জুলাই, ২০২১ at ১১:০০ পূর্বাহ্ণ

দীর্ঘসময় পর বিদেশিদের ওমরাহ করার সুযোগ দিতে যাচ্ছে সৌদি আরব। এ বছর সফলভাবে হজ আয়োজনের পর আগামী ১০ আগস্ট থেকে বিদেশিরা ওমরাহ করতে পারবেন বলে রোববার সৌদি প্রেস এজেন্সির বরাতে জানিয়েছে গালফ নিউজ। বর্তমানে শুধু সৌদি নাগরিক এবং দেশটিতে বসবাসরত বিদেশি মুসলিমরা ওমরাহ করার সুযোগ পাচ্ছেন। খবর বিডিনিউজের।
ওমরাহ পালনের সব প্রস্তুতি শেষ করতে এরই মধ্যে নির্দেশনা দিয়েছেন সৌদি আরবের দুটি পবিত্র মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান আব্দুল রহমান আল সুদাইস। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গতবছর মার্চে ওমরাহ কার্যক্রম বন্ধ করে দেয় সৌদি সরকার। সাত মাস পর অক্টোবরে ফের এই কার্যক্রম শুরু হলেও শুধু দেশটিতে বসবাসকারীরা ওমরাহ করার অনুমতি পাচ্ছিলেন। মহামারীর কারণে গতবারের মতো এবারও সীমিতি পরিসরে পালিত হয়েছে হজ।

পূর্ববর্তী নিবন্ধসরকার পতন আন্দোলনের পথে আছে বিএনপি : খসরু
পরবর্তী নিবন্ধসজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন আজ