১০৪ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছেন হাসিনা

| শুক্রবার , ২০ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:৩৫ পূর্বাহ্ণ

ছাত্রগণ আন্দোলনে ক্ষমতা ছাড়ার সময় শেখ হাসিনা ১০৩.৭৯ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ রেখে গেছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ( প্রতি ডলার ১২০ টাকা হিসাবে) ১২ লাখ ৪৫ হাজার ৪৮০ কোটি টাকা। ১৫ বছর আগে শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার সময় বৈদেশিক এ ঋণের পরিমাণ ছিল ২১.১৯ বিলিয়ন ডলার। এ তথ্য বাংলাদেশ ব্যাংক সূত্রের। বুধবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করে। খবর বাংলানিউজের।

তথ্য বলছে, গত ডিসেম্বরের শেষে সরকারিবেসরকারি খাতে বিদেশি ঋণ স্থিতি ছিল ১০০.৬৪ বিলিয়ন ডলার। অর্থাৎ ২০২৪ সালের প্রথম ছয় মাসেই প্রায় ৩.৩৬ বিলিয়ন ডলার বিদেশি ঋণ বৃদ্ধি পেয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনিজেদের সঠিক পথে পরিচালিত করতে হবে
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় বাইক আরোহীর মৃত্যু আহত ভাগিনা