১০৩ জনের পুলিশ পদক প্রত্যাহার

| মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:০১ পূর্বাহ্ণ

দশম জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ ও র‌্যাবের হয়ে দায়িত্ব পালন করা ১০৩ কর্মকর্তার পদক প্রত্যাহার করে নিয়েছে সরকার। পুলিশের সাবেক আজিপি বেনজির আহমেদ, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার পাশাপাশি এক সময় র‌্যাবে দায়িত্ব পালন করা কয়েকজন সেনা কর্মকর্তার নামও রয়েছে এই তালিকায়। খবর বিডিনিউজের।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত ১০৩ জন কর্মকর্তার অনুকূলে প্রদানকৃত বাংলাদেশ পুলিশ পদক ২০১৮ এর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বাংলাদেশ পুলিশ পদক (বিপিএমসেবা), রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম), রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম সেবা) নির্দেশক্রমে প্রত্যাহার করা হল।

পূর্ববর্তী নিবন্ধটানা দুই হারে বাংলাদেশের বিদায়, সেমিতে নিউজিল্যান্ড
পরবর্তী নিবন্ধট্রাম্প উত্থাপিত ২৯ মিলিয়ন ডলারের তথ্য জানেন না পররাষ্ট্র উপদেষ্টা