১০০ মিটার স্প্রিন্টে ষষ্ঠ ইমরানুর

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১১ আগস্ট, ২০২২ at ৭:০৬ পূর্বাহ্ণ

ইসলামিক সলিডারিটি গেমসে যাকে ঘিরে পদক জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ সেই ইমরানুর হতাশ করল দেশকে। ফলস স্টার্টের দ্বিধাদ্বন্দ্বে পদক জেতা হলো না ইমরানুর রহমানের। সেমিফাইনালে অন্য প্রতিযোগীদের ফলস স্টার্টের গড়মিলে চার বার দৌড়াতে হয় এই বাংলাদেশি স্প্রিন্টারকে। তুরস্কের কনিয়া শহরে ইসলামিক সলিডারিটি গেমসের পঞ্চম আসরে গতকাল পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে পদক জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ষষ্ঠ হয়েছেন ইমরানুর। তিনি ১০০ মিটার দৌড়ের চূড়ান্ত প্রতিযোগিতায় দৌড় শেষ করেছেন ১০.০২ সেকেন্ড সময় নিয়ে। ফাইনালেও ছিল একই সমস্যা। আট জন স্প্রিন্টারের মধ্যে ছয় জন দৌড় শেষ করেন। তাদের মধ্যে ষষ্ঠ হন ইমরানুর। ৯.৮৯ সেকেন্ড সময় নিয়ে আইভরি কোস্টের গুস্তাভ আর্থার সিসে জিতেছেন সোনা। রৌপ্যজয়ী সৌদি আরবের প্রতিযোগী আব্দুল্লাহ আকবর মোহাম্মদের সময় লেগেছে ৯.৯৫ সেকেন্ড। ৯.৯৯ সেকেন্ড সময় নিয়ে শেষ করা দুই প্রতিযোগী তুরস্কের এমের জাফর বার্নস ও ওমানের বারকাত আল হারথি দুজনেই পেয়েছেন ব্রোঞ্জ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের বয়সভিত্তিক ক্রিকেটারদের জ্ঞাতার্থে
পরবর্তী নিবন্ধশেষ ম্যাচের সেরা আফিফ সিরিজ সেরা সিকান্দার রাজা