বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মেয়েদের ১০০ মিটার দৌড়ে রেকর্ড পঞ্চমবারের মতো সোনার পদক জিতেছেন শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস। এই ইভেন্টে তিনটি পদকই জিতে ইতিহাস গড়েছে তার দেশ জ্যামাইকা। যুক্তরাষ্ট্রের ওরিগনে রোববার ১০.৬৭ সেকেন্ড সময় নিয়ে টানা দ্বিতীয়বারের মতো সেরা হন ফ্রেজার-প্রাইস। ১০.৭৩ সেকেন্ড সময় নিয়ে রুপা জেতেন তার স্বদেশি শেরিকা জ্যাকসন।
এলেইন টম্পসন ব্রোঞ্জ জিততে সময় নেন ১০.৮১ সেকেন্ড। ৩৫ বছর বয়সী ফ্রেজার-প্রাইস প্রথম অ্যাথলেট হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত কোনো এক ইভেন্টে পাঁচটি সোনা জয়ের কীর্তি গড়লেন। এর আগে ২০০৯ বার্লিন, ২০১৩ মস্কো, ২০১৫ বেইজিং ও ২০১৯ দোহা বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার ডিসিপ্লিনে সোনা জিতেছিলেন তিনি।
এই প্রথম কোনো দেশ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মেয়েদের ১০০ মিটারে প্রথম, দ্বিতীয়, তৃতীয়- তিন পদকই জিতল। আগের দিন ছেলেদের ১০০ মিটারে এটি করে দেখায় যুক্তরাষ্ট্র, ১৯৯১ সালের পর যা প্রথম। জ্যামাইকার এই ত্রয়ী গত বছর টোকিও অলিম্পিকসেও কীর্তিটি গড়েছিলেন। ২০০৮ সালের বেইজিং অলিম্পিকসেও এই কীর্তি গড়েছিলেন জ্যামাইকার মেয়েরা।