চিটাগাং উইকেন্ড ক্রিকেট ক্লাবের আয়োজনে জিপিএইচ ইস্পাত ১০০ বল ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় দিনে আরো ৩টি খেলা সম্পন্ন হয়েছে। সাগরিকার মহিলা কমপ্লেঙ মাঠে অনুষ্ঠিত প্রথম খেলায় নাইন্টিজ উইলোস ৪ উইকেটে আগ্রাবাদ মাস্টার্সকে পরাজিত করে। টসে জিতে নাইন্টিজ উইলোস আগ্রাবাদ মাস্টার্সকে প্রথমে ব্যাট করতে পাঠায়। তারা নির্ধারিত ১০০ বলে ৭ উইকেটে ১০৫ রান সংগ্রহ করে। দলের হয়ে সুমন ১৭, সোহাগ ১০, পাভেল ১৭ এবং ইশতিয়াক ১০ রান করেন। নাইন্টিজ উইলোসের পায়েল এবং মাসুদ ২টি করে,রাশেদ,জকি এবং মুনতাছির ১টি করে উইকেট নেন। জবাবে নাইন্টিজ উইলোস ১০০ বল খেলে ৬ উইকেট হারিয়ে ১০৬ রান তুলে নেয়। দলের সফদার ১৪, মাসুদ ১৫, খুররম ২২ এবং শিপলু ২৬ রান করেন। আগ্রাবাদ মাস্টার্সের ইশতিয়াক ও মামুন ২টি করে এবং রাজু ও সুমন ১টি করে উইকেট পান। দ্বিতীয় খেলায় চিটাগাং মাস্টার্স ৯ উইকেটে এমেচার ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। টস জিতে চিটাগাং মাস্টার্স ফিল্ডিং নেয়। এমেচার ক্রিকেট ক্লাব প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০০ বলে ৪ উইকেট হারিয়ে ১৩১ রান তোলে। দলে পক্ষে আসিফ ১৪, মুন্না ৫৪ এবং শাওন ২৭ রান করেন। চিটাগাং মাস্টার্সের মাহতাব ও আজিম ১টি করে উইকেট নেন। সুমন ২টি উইকেট লাভ করেন। জবাবে চিটাগাং মাস্টার্স ৮০ বল খেলে ১ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলে নেয়। দলের রাজিব অপ. ৩৪, রিশাদ ৬১, ওয়াজি অপ.১০ রান করেন। এমেচার ক্লাবের নাজমুল ১টি উইকেট লাভ করেন। তৃতীয় খেলায় চিটাগাং রয়্যাল্স ২৬ রানে এসএসএস মাস্টার্সকে পরাজিত করে। টস জিতে চিটাগাং রয়্যাল্স প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০০ বলে ৭ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে। দলের সাকিবুর ৪০, কায়সার ১৭, শাহনেওয়াজ ১১, বিদ্যুত ৩৮ এবং শাহেদ ২৩ রান করেন। এসএসএস মাস্টার্স দলের কামরুল ৩টি,জুয়েল ২টি, রিপন ও মুসলিম ১টি করে উইকেট নেন। জবাবে এসএসএস মাস্টার্স ১০০ বল খেলে ৯ উইকেট হারিয়ে ১২১ রান করে। দলের সুজন ২১, রানা ৩০, জুয়েল ১৪ রান করেন। চিটাগাং রয়্যালসের শওকত ৩টি, সাকিবুর ২টি উইকেট লাভ করেন। শাহেদ ও নান্টু ১টি করে উইকেট নেন। টুর্নামেন্টের ৪র্থ ও ৫ম দিনের খেলা যথাক্রমে ২৫ ও ২৬ মার্চ অনুষ্ঠিত হবে।












