১০০ গাড়ি নিয়ে নতুন রূপে সৌদিয়া এ্যারোর যাত্রা শুরু

চট্টগ্রাম-কক্সবাজার রুট

| শুক্রবার , ৯ সেপ্টেম্বর, ২০২২ at ৬:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার রুটে ১০০টি নতুন HINO AK1J Super Delxue গাড়ি নিয়ে নতুন রূপে যাত্রা শুরু হলো সৌদিয়া এ্যরো ব্রান্ডের। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সৌদিয়া দামপাড়া কাউন্টারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিলউদ্দিন আহমেদ, চট্টগ্রাম-আরাকান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মূসা, সৌদিয়ার মালিক কফিল উদ্দিন, অপারেশনাল জিএম খোরশেদ, নাভানা গ্রুপের চট্টগ্রামের অপারেশন হেড সেলিম শেখ, ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখার ব্রাঞ্চ ম্যানেজার এহসানুল করিম, অপারেশন ম্যানেজার মঞ্জু।
এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মুছা, চট্টগ্রাম আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জহির উদ্দিন, চট্টগ্রাম সিলেট পূর্বাঞ্চল ফেডারেশনের সভাপতি মৃনাল চৌধুরী, পূরবী পরিবহনের মালিক কাজল, আন্তঃজিলা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল, আন্তঃজিলা বাস মালিক সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আহমেদ, আন্তঃজিলা শ্রমিক ইউনিয়ন চট্টগ্রামের সাধারণ সম্পাদক অলি আহমেদ, চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মনজুরুল আলম মঞ্জু, মনসুরুল আনোয়ার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেড় কোটি টাকার বাঁধ দুই বছর পার না হতেই ঝুঁকিতে
পরবর্তী নিবন্ধঅর্থনীতিবিদ আকবর আলি খানের ইন্তেকাল