১০০বল ক্রিকেট টুর্নামেন্টে চিটাগাং রয়্যালস চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৮ মার্চ, ২০২২ at ৬:২০ পূর্বাহ্ণ

চিটাগাং উইকেন্ড ক্রিকেট ক্লাব আয়োজিত চট্টগ্রামে প্রথম বারের মতো আয়োজিত ১০০বল ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে চিটাগাং রয়্যালস । গত শনিবার সাগরিকাস্থ মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ৮০ বলের ফাইনালে চিটাগাং রয়্যালস ৯ উইকেটে চিটাগাং ইউনাইটেডকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। প্রথমে ব্যাট করতে নেমে চিটাগাং ইউনাইটেড নির্ধারিত ৮০ বলে ৩ উইকেটে ১২৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাশেদ ১৩, সেজান ৪৪, আরিফ ১৮ এবং লিপন করেন ১২ রান। চিটাগাং রয়্যালসের পক্ষে আরিফ এবং প্রনব নিয়েছেন একটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নামা চিটাগাং রয়্যালস ৭৩ বলে ১ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করার পাশাপাশি শিরোপাও নিশ্চিত করে। দলের পক্ষে কায়সার ১২, সাজিদ ১৩, সাকিবুর ৩৩ এবং বিদ্যুত করেন ৩৭ রান। চিটাগাং ইউনাইটেডের পক্ষে একটি উইকেট নিয়েছে রিপন। এর আগে অনুষ্ঠিত হয় দুটি সেমিফাইনাল। যেখানে প্রথম সেমিফাইনালে চিটাগাং রয়্যাল্‌স ১৯ রানে ৯০’স উইলোসকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। দ্বিতীয় সেমিফাইনালে চিটাগাং ইউনাইটেড ১৫ রানে চিটাগাং মাস্টার্সকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।
খেলা শেষে আয়োজিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি এ্যাড. শাহীন আফতাবুর রেজা চৌধুরী, ক্রিকেট সম্পাদক আব্দুল হান্নান আকবর, সাবেক ক্রিকেটার সাধন চন্দ্র দুবে, স্পন্সর ইস্পাহানি গ্রুপের প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, রনি এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী দিপঙ্কর দত্ত রনি। এছাড়া উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির কর্মকর্তা শহিদুর রহমান, নুরুল আবেদীন নোবেল, ফজলে বারী খান রুবেল, মো. জাহাঙ্গীর, জাহিদ রেজা বাবু, প্রভিন হিঙ্গানিকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইফুল আলম বাবু। ফাইনাল খেলা শুরুর পূর্বে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন বিসিবি পরিচালক মঞ্জুর আলম মঞ্জু। টুর্নামেন্টে সর্বোচ্চ ২২২ রান সংগ্রহ করে আগ্রাবাদ মাস্টার্স দলের ওমর ফারুক টিটু সর্বোচ্চ রান সংগ্রাহক এর পুরস্কার লাভ করেন। ৭টি উইকেট নিয়ে চট্টগ্রাম ইউনাইটেড এর সবুজ হয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারী। ফাইনাল খেলার সেরা খেলোয়াড় হয়েছেন চিটাগাং রয়্যালস এর সাকিবুর রহমান নুর। ছক্কা মেরে হিট দ্যা বোর্ডে বল লাগিয়ে পুরস্কার জিতে নেন চিটাগাং ইউনাইটেড এর ব্যাটসম্যান সৌরভ।

পূর্ববর্তী নিবন্ধঘাসিয়ার পাড়া ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধস্বাধীনতা দিবসে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন