প্রাচ্য চিত্রকলা অনুশীলন সংঘের উদ্যোগে ৫৪ জন শিল্পীর যৌথ অংশগ্রহণে শান্তি ও সমপ্রীতির সন্ধান শীর্ষক ১০ম প্রাচ্য–চিত্রকলা প্রদর্শনী গত ১৮ জানুয়ারি অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টসে উদ্বোধন হয়। এতে অতিথি ছিলেন সোসাইটি ফর প্রমোশন অব বাংলাদেশ আর্টসের বোর্ড মেম্বার আনিস এ খান, ওরিয়েন্টাল পেইন্টিং স্টাডি গ্রুপের প্রধান উপদেষ্টা এবং পৃষ্ঠপোষক মিখাইল ইদ্রিস ইসলাম, শিল্পী মনিরুল ইসলাম, ঢাবি চারুকলা ডিন প্রফেসর ড. আজহারুল ইসলাম শেখ, শিল্পী সমর মজুমদার, হারস্টোরি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জারিন মাহমুদ হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টসের চেয়ারপার্সন নিলু রওশন মোর্শেদ। প্রদর্শনী আগামী ৩০ জানুয়ারি প্রতিদিন সকাল থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে। এতে চবি চারুকলা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শিল্পী তাসলিমা আকতার বাঁধনসহ ৫৪ জন শিল্পীর শিল্পকর্ম স্থান পায়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিল্পীরা ক্যানভাসে তুলে ধরেছেন শৈল্পিকতা, মানবিকতা, সৌহার্দ্য, সমপ্রীতি, ঐক্য ও শেকড়ের বন্ধন। জলরং, অ্যাক্রিলিক, গোয়াস, টেম্পারা, বাটিক, তালপাতা চিত্র, পটচিত্র, নকশিকাঁথা, প্রিন্টমাধ্যম ব্যবহার করে প্রাচ্যশৈলীর চিত্র নির্মাণ করেছেন শিল্পীরা। ঐতিহ্য ও দরবারি চিত্রকলার সূক্ষ্মতা ধরে আধুনিকতার স্পর্শে সমাজের নানা বিভক্তি, অসাম্য এবং দ্বন্ধের মধ্যে থেকেও শান্তি এবং সমপ্রতির বার্তাকে মুখ্য করে ফুটিয়ে তুলেছেন। প্রেস বিজ্ঞপ্তি।