দেশের শীর্ষস্থানীয় স্টিল রড নির্মাতা জিপিএইচ ইস্পাত লিমিটেড আয়োজিত ১০ম জিপিএইচ গলফ টুর্নামেন্ট গত ১৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব (বিজিসিসি)-এ অনুষ্ঠিত হয়েছে। গলফিং ও স্পোর্টসম্যানশিপ–এর এক দশক পূর্তি উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের খ্যাতনামা গলফার, ব্যবসায়ী নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব–এর প্রেসিডেন্ট জেনারেল অফিসার কমান্ডিং, ২৪ ইনফ্যান্ট্রি ডিভিশন, এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং জিপিএইচ ইস্পাত লিমিটেড–এর খেলাধুলার উন্নয়ন ও সামাজিক উদ্যোগের প্রশংসা করেন। এসময় জিপিএইচ–এর বোর্ড অব ডিরেক্টর, ও উনাদের পরিবারবর্গ এবং জিপিএইচ–এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, মোহাম্মদ আলমাস শিমুল।