১০নং উত্তর কাট্টলী ওয়ার্ডে ভাতাভোগীদের যাচাই বাছাই কার্যক্রম

| শুক্রবার , ২৫ আগস্ট, ২০২৩ at ৫:৪১ পূর্বাহ্ণ

মুজিব বর্ষের সফলতাঘরেই পাবেন সকল ভাতা’ এই প্রতিপাদ্যে শহর সমাজসেবা কার্যালয়, চট্টগ্রাম কর্তৃক বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, প্রতিবন্ধী ভাতা, হিজড়া জনগোষ্ঠীর বিশেষ ভাতা, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা, হিজড়া জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি, অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তির উপকারভোগীদের যাছাই বাছাই কার্যক্রম ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড কার্যালয়ে সম্পন্ন হয়েছে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীদের স্বশরীরে উপস্থিতির মাধ্যমে এ কার্যক্রম সরেজমিন প্রত্যক্ষ করেন শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর। এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন ওয়ার্ড কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর বলেন জিটুপি পদ্ধতিতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর মাধমে ভাতার টাকা সরকার ভাতাভোগীর মোবাইলে পৌঁছে দিচ্ছে। ইদানীং ভাতাগ্রহীতার সারল্য ও অসচেতনতার সুযোগে এক শ্রেণির প্রতারক উপকারভোগীর মোবাইল একাউন্ট থেকে টাকা সরিয়ে নিচ্ছে। তিনি এ ধরনের প্রতারণা প্রতিরোধে ভাতাভোগীর মোবাইল একাউন্টের পিন কোড ও ওটিপি অন্য কাউকে না জানানোর অনুরোধ জানান। তিনি বলেন শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাকর্মচারী অথবা ‘নগদ’ কর্মকর্তাকর্মচারী পরিচয়ে কেউ মোবাইলে কোন তথ্য জানতে চাইলে তা না দেওয়ার জন্য ভাতাভোগীদের প্রতি অনুরোধ জানান। পরে ২০২৩২০২৪ অর্থ বছরে বর্ধিত কোটায় বিভিন্ন ভাতা অনলাইনে আবেদন সংক্রান্ত নিদের্শিকা কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জুর নিকট হস্তান্তর করেন শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর। এ সময় পৌর সমাজকর্মী রুপনা মজুমদার, ওয়ার্ড সচিব তছলিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবন্যায় ক্ষতিগ্রস্তদের গৃহনির্মাণ ও মেরামতের ব্যবস্থা করুন
পরবর্তী নিবন্ধজনগণের বিপদে পাশে দাঁড়ানোই বঙ্গবন্ধুর আদর্শ : মেয়র