সিজেকেএস ১ম বিভাগ ব্যাডমিন্টন লিগে ও.পি.এ. চ্যাম্পিয়ন এবং চট্টগ্রাম কাস্টমস স্পোর্টস ক্লাব রানার আপ হয়েছে। এছাড়া ২য় বিভাগে পাইরেটস অব চিটাগং চ্যাম্পিয়ন এবং চট্টগ্রাম রাইফেল ক্লাব রানার আপ হয়েছে। লিগের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান সেতার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী লায়ন মো. আবদুল মান্নান এবং চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ–সভাপতি আলহাজ্ব আলী আব্বাস।
সিজেকেএস যুগ্ম সম্পাদক ও ব্যাডমিন্টন কমিটির চেয়ারম্যান এবং স্পন্সর প্রতিষ্ঠান আমিন এন্ড সন্স এর স্বত্ত্বাধিকারী আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাডমিন্টন কমিটির সম্পাদক দিদারুল আলম। এ সময় সিজেকেএস কর্মকর্তাবৃন্দ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।