সিজেকেএস-সিডিএফএ ১ম বিভাগ ফুটবল লিগ আগামী ২৯ অক্টোবর থেকে চট্টগ্রাম এম.এ.আজিজ স্টেডিয়ামে শুরু হবে। এর আগে আগামী ২০ অক্টোবর এ লিগ শুরু হওয়ার কথা ছিল। লিগে অংশগ্রহণকারী দলসমূহকে আগামী ২৬ অক্টোবরের মধ্যে ২০ জন খেলোয়াড়ের নামের তালিকা সিডিএফএ কার্যালয়ে জমা দেয়ার জন্য এবং খেলার প্রস্তুতি গ্রহণের জন্য সিডিএফএ সাধারণ সম্পাদক আ.ন.ম. ওয়াহিদ দুলাল অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।