কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগের সুপার ফোর পর্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশন গ্রীন জয়লাভ করেছে। গতকাল বুধবার মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় তারা ৯ উইকেটে সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। এ নিয়ে সীতাকুন্ড সুপার ফোরের পরপর দুটি খেলাতেই পরাজিত হলো।
অন্যদিকে সিটি কর্পোরেশন গ্রীন এ পর্বে নিজেদের প্রথম খেলায় নওজোয়ানের কাছে হার মেনেছিল। গতকাল লো স্কোরিং ম্যাচে টসে জয়লাভ করে চসিক গ্রীন। তবে তারা প্রথমে ব্যাট করতে পাঠায় সীতাকুন্ডকে। ২৪.৪ ওভার খেলে সীতাকুন্ড উপজেলা মাত্র ৭৬ রানে অল আউট হয়ে যায়। দলের রুবেল উদ্দিন ২৩,সাজ্জাদ হোসেন ১৮,অভি আহমেদ নোবেল ১৩ এবং তাইফ মাহমুদ পিয়াল ১০ রান ছাড়া আর কেউ দ্বি–অংকের ঘরে যেতে পারেনি। সিটি কর্পোরেশন গ্রীনের কৈলাশ নাথ ঘোষ এবং আবু নাসের আল ফয়সাল প্রত্যেকে ৩টি করে উইকেট নেন। জবাবে সিটি কর্পোরেশন গ্রীন ১৭.৩ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে ৮২ রান তুলে নেয়। দলের আশরাফুল ইসলাম ৩৭ বলে অপ. ৪৩ এবং ওপেনার মনসুরুল হক প্রিন্স অপ. ৩০ রান করেন। আজ ১ম বিভাগ ক্রিকেট লিগের গুরুত্বপূর্ণ খেলায় অংশ নেবে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব এবং কোয়ালিটি স্পোর্টস ক্লাব।