কনফিডেন্স সিমেন্ট প্রথম বিভাগ ক্রিকেট লিগে বৃষ্টির কারণে কোয়ালিটি স্পোর্টস ক্লাব এবং শতাব্দী গোষ্ঠীর খেলা পরিত্যক্ত হয়েছে। ২৬ ওভারে নির্ধারিত এ খেলায় কোয়ালিটি স্পোর্টসের ইনিংস শেষ হলেও শতাব্দীর ইনিংস শুরু করা যায়নি। টসে জিতে শতাব্দী প্রথমে ব্যাট করতে পাঠায় কোলয়ারিটি স্পোর্টসকে। কোয়ালিটি ২৪.২ ওভার খেলে সব উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে। খেলা পরিত্যক্ত হওয়ায় দুই দল ১ পয়েন্ট করে পাবে।