১ম বিভাগ ক্রিকেট লিগে কোয়ালিটির জয়

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৭ মার্চ, ২০২৩ at ৫:৪৮ পূর্বাহ্ণ

কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগে জয় পেয়েছে কোয়ালিটি স্পোর্টস ক্লাব। মহিলা ক্রীড়া কমপ্লেঙ মাঠে গতকাল সোমবার অনুষ্ঠিত খেলায় তারা ৫ উইকেটে হারায় ইয়ং স্টার ব্লুজকে। টসে জিতে ইয়ং স্টার ব্লুজ প্রথমে ব্যাট করতে নামে। ৪৬.৪ ওভার খেলে সব উইকেট হারিয়ে তারা ১৮৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে মাহিন হাসান সর্বোচ্চ ৮০ রান করেন ১০০ বল খেলে। এছাড়া তুর্জয় লোধ ১৬, বোরহান উদ্দিন ১৩, আবেদুর রহমান ১৬,মো. ফয়সাল ১৪ এবং বাদশাহ খালেদ ১১ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২৩ রান। কোয়ালিটির পক্ষে বল হাতে ৩টি করে উইকেট নেন মো. ফিরোজ এবং মো. জসিম। ২টি উইকেট পান তানভির মল্লিক।

জবাব দিতে নেমে ৩০.৫ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রান তুলে নেয় কোয়ালিটি। দলের ওপেনার ইমরান হোসেন ৬১ বল খেলে সর্বোচ্চ রান করে ৭টি করে চার এবং ছক্কা মেরে। এছাড়া ফয়সাল সরাকার ২১,ইফতেখার শরীফ ২০,মাশাদ মেহেদি অপ. ১৮,তানভীর মল্লিক ১৫ এবং সোহেল রানা সোহাগ অপ. ১২ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৬ রান। বল হাতে ইয়ং স্টার ব্লুজের শাহাদাত হোসেন ৩টি উইকেট নেন। আজকের খেলায় অংশ নেবে রেলওয়ে এস এ এবং সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থা।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কলেজের বার্ষিক ক্রীড়া সম্পন্ন
পরবর্তী নিবন্ধইপিজেড কর্ণফুলী মডেল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী