১ম বিভাগ ক্রিকেট লিগে উল্লাস ক্লাবের জয়লাভ

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ৯ মার্চ, ২০২৪ at ৮:২৭ পূর্বাহ্ণ

কনফিডেন্স সিমেন্ট প্রথম বিভাগ ক্রিকেট লিগে জয় দিয়ে শুরু করেছে উল্লাস ক্লাব। গতকাল শুক্রবার সাগরিকাস্থ মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় তারা ২ উইকেটে বার্ডস স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাট করে বার্ডস ক্লাব ৪৮.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১৮৯ রান করে। জবাবে উল্লাস ক্লাব ৪৯.৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯২ রানে পৌঁছে যায়।

বার্ডস স্পোর্টিং ক্লাবের পক্ষে ফাতিম নেহাল ফাহিম ৬১,ওবায়দুর রহমান ইসতি ২৬,আজমির হোসেন ১২,সাজ্জাদ হোসেন অনিক ১৫,নাজমুল হুদা রকিব ১৩ এবং আবদুল্লাহ আল নোমান ১৬ রান করেন। অতিরিক্ত রান হয় ২৩ রান।

উল্লাস ক্লাবের পক্ষে আবু নাসের হৃদয় ও সাব্বির হোসেন ৩টি করে উইকেট নেন। পিনন শর্মা ২টি, ১টি করে উইকেট নেন জাহিদুল ইসলাম মেহেদি এবং মোহাইমিনুর বাঁধন।

উল্লাস ক্লাবের পক্ষে ওপেনার আবু নাসের হৃদয় ৩২,হোসেন সাব্বিব ১৯,আমির হোসেন ২৪, মোস্তফা আল মারুফ ২১,সাব্বির হোসেন ১৩, মোহাইমিনুর বাঁধন অপ. ২৩ এবং পিনন শর্মা অপ.৩০ রান করেন।

অতিরিক্ত থেকে আসে ২৩ রান। বার্ডস স্পোর্টিং ক্লাবের পক্ষে আমির হোসেন এবং নাজমুল হুদা ৩টি করে উইকেট দখল করেন। ১টি করে উইকেট পান আবদুল্লাহ আল নোমান এবং ইমরান আল সজিব।

১ম বিভাগ ক্রিকেট লিগে আজকের খেলায় অংশ নেবে ইয়ং স্টার ক্লাব এবং শতাব্দী গোষ্ঠী।

পূর্ববর্তী নিবন্ধঈদের সিনেমা মোনা : জ্বীন-২, আহমেদ রুবেলকে উৎসর্গ
পরবর্তী নিবন্ধলিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠান