কনফিডেন্স সিমেন্ট প্রথম বিভাগ ক্রিকেট লিগে প্রথম জয় পেয়েছে শতদল ক্লাব। গতকাল মঙ্গলবার মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় শতদল ৪ উইকেটে বাংলাদেশ রেলওয়ে দলকে পরাজিত টসে জিতে শতদল প্রথমে ব্যাট করতে পাঠায় রেলওয়েকে। ৪৪ ওভার খেলে তারা ১৪৫ রান করে সবাই আউট হয়। দলের জাবির আল খান ৫৪,ফাহিম ইবনে আশরাফ ২৬,হিমেল আল মাহমুদ ১৬ এবং মাহবুবুল আলম অপরাজিত ১৫ রান করেন।
অতিরিক্ত রান হয় ১৩। শতদল ক্লাবের মহিউদ্দিন অয়ন ৪টি এবং মিরাজুল ইসলাম ৩টি উইকেট নেন। জবাবে শতদল ক্লাব ৪৪ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ১৪৭ রান করে নেয়। দলের পক্ষে শিহাব জেমস ৩৬,ওয়াসি সিদ্দিকী ৩৫,শাহ গালিব ১৮, মিরাজুল ইসলাম অপ. ১৬ এবং নওশাদ ইকবাল অপ. ১৪ রান করেন। অতিরিক্ত রান হয় ১৬। রেলওয়ের ফাহিম ইবনে আশরাফ ২টি উইকেট লাভ করেন।