১ম বিভাগ ক্রিকেটে রেলিগেশন পর্বের খেলা পরিত্যক্ত

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৭ মে, ২০২৪ at ৮:০৭ পূর্বাহ্ণ

কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগের রেলিগেশন পর্বে গতকাল রোববারের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামে নিমতলা লায়ন্স ক্লাব এবং উল্লাস ক্লাবের মধ্যকার এই খেলাটির এক ইনিংস শেষ হলেও দ্বিতীয় ইনিংসের প্রায় শুরুতে বৃষ্টি এলে খেলা বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত বিকাল ৪টায় আম্পায়ারদ্বয় বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। এরফলে দুই দলই পয়েন্ট ভাগ করে নিয়েছে। দুই খেলা শেষে উল্লাস ক্লাব ৪ এবং নিমতলা লায়ন্স ক্লাব ১ পয়েন্ট পেয়েছে। গতকাল ৪১ ওভারে নির্ধারিত খেলাটিতে টস জিতে নিমতলা লায়ন্স ক্লাব প্রথমে ব্যাট করে। ২৮.২ ওভার খেলে মাত্র ৫০ রানে তারা সব উইকেট হারায়। জবাবে উল্লাস ক্লাবের ইনিংস শুরুর কিছু পরেই বৃষ্টি এলে খেলা বন্ধ হয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধ১ম বিভাগ দাবা লিগে মুক্তিযোদ্ধা সংসদ শীর্ষে
পরবর্তী নিবন্ধদ. কোরিয়াকে উড়িয়ে শুরু বাংলাদেশের