১ম নারী প্রধান পাচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা

| শনিবার , ১০ অক্টোবর, ২০২০ at ১১:২৬ পূর্বাহ্ণ

২৫ বছরের ইতিহাসে এবারই প্রথম বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নেতৃত্বে আসছেন একজন নারী। ‘সংস্থাটির মহাপরিচালক বাছাইয়ের কাজ চূড়ান্ত ধাপে পৌঁছেছে; যেখানে মাত্র দুজন নারী এক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন’- বলে বৃহস্পতিবার জেনেভাভিত্তিক সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়েছে। চলতি বছরের শেষের দিকে বিশ্ব বাণিজ্য সংস্থার প্রত্যাশিত পরবর্তী মহাপরিচালক নির্বাচনের ক্ষেত্রটি নাইজেরিয়ার নোজি ওকোনজো-উইয়ালা ও দক্ষিণ কোরিয়ার ইয়ো মিং-হির মধ্যে সীমাবদ্ধ রয়েছে। আগামী মাসের শুরুতে এই দু’জন প্রার্থীর মধ্যে থেকে একজনকে মহাপরিচালক হিসেবে বেছে নেয়া হবে।
‘তাদের মধ্যে যেকোনও একজন নির্ধারিত সময়ের এক বছর আগে গত আগস্টে সংস্থাটির মহাপরিচালকের পদ থেকে সরে দাঁড়ানো রবার্টো আজেভেদোর স্থলাভিষিক্ত হবেন।’ বিশ্বের দুই অন্যতম পরাশক্তি চীন এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের মাঝামাঝি সময়ের দিকে রবার্টো সংস্থাটি থেকে পদত্যাগ করেন। সবার জন্য বাণিজ্য সুবিধা উন্মুক্ত করার নীতিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় বিশ্ব বাণিজ্য সংস্থা। ১৬৪টি সদস্য দেশের মধ্যে বাণিজ্যিক বিবাদের সমাধান এবং আন্তর্জাতিক বাণিজ্য আইন ও বিধি-নিষেধের ব্যাপারে আলোচনা-পর্যালোচনার চেষ্টা করে সংস্থাটি। নোজি ওকোনজো-উইয়ালা একজন অর্থনীতিবিদ এবং আফ্রিকার দেশ নাইজেরিয়ার সাবেক অর্থমন্ত্রী। বিশ্ব ব্যাংকে প্রায় ২৫ বছর ধরে কর্মরত ছিলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ কোরিয়ায় ৩৩তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড
পরবর্তী নিবন্ধসংক্রমণ নিয়েই ফের নির্বাচনী সমাবেশের ঘোষণা ট্রাম্পের