সিজেকেএস ১ম বিভাগ হ্যান্ডবল লিগের ফাইনালে উঠেছে ফ্রেন্ডস ক্লাব এবং ওল্ড প্লাসিডিয়ান এসোসিয়েশন। আজ ৭ জুলাই বৃহস্পতিবার এ দু’দল ফাইনালে পরস্পরের মুখোমুখি হবে। গতকাল বুধবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের ১ম সেমিফাইনাল খেলায় ওল্ড প্লাসিডিয়ান এসোসিয়েশন ২৩-৭ গোলে সাউথ এন্ড ক্লাবকে পরাজিত করে। খেলায় ওল্ড প্লাসিডিয়ান এসোসিয়েশনের পক্ষে এরশাদ ১০টি, আকবর ৬টি এবং সাইফুল ৪টি গোল করেন। দ্বিতীয় সেমি ফাইনালে ফ্রেন্ডস ক্লাব ১৭-২ গোলে কোয়ালিটি এস.সি (ব্লুজ) কে পরাজিত করে। খেলায় ফ্রেন্ডস ক্লাবের পক্ষে হিমেল ও সিফাতুল ৩টি করে এবং মারুফ ও ফারদিন ২টি করে গোল করেন।
এদিকে ২য় বিভাগ হ্যান্ডবল লিগের সেমি ফাইনালে উঠেছে বি সি আই সি ক্রীড়া সংসদ, অছি ক্লাব, পাঁচলাইশ যুব সংঘ এবং বার্ডস স্পোর্টিং ক্লাব। গতকাল লিগের ৭টি খেলা অনুষ্ঠিত হয়। এসব খেলায় বি সি আই সি ক্রীড়া সংসদ ৫-০ গোলে শতদলকে, বাংলাদেশ রেলওয়ে র্যাঞ্জার্স ৩-১ গোলে চট্টগ্রাম ফুটবল ক্লাবকে, পাঁচলাইশ যুব সংঘ ৮-২ গোলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ গ্রীনকে, বার্ডস স্পোর্টিং ক্লাব ১০-১ গোলে ইউনাইটেড স্পোর্টিং ক্লাবকে, অছি ক্লাব ১১-১ গোলে কল্লোল সংঘ গ্রীনকে, নোয়াপাড়া লায়ন্স ক্লাব ৫-০ গোলে মাদারবাড়ী উদয়ন সংঘকে পরাজিত করে। শতাব্দী গোষ্ঠী এবং আবেদীন ক্লাবের মধ্যকার খেলাটি ৪-৪ গোলে ড্র হয়। আজ ৭ জুলাই সকালে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ১ম সেমি ফাইনালে অংশ নেবে বি সি আই সি ক্রীড়া সংসদ এবং পাঁচলাইশ যুব সংঘ। ২য় সেমি ফাইনালে খেলবে অছি ক্লাব এবং বার্ডস স্পোর্টিং ক্লাব। সেমিফাইনালে বিজয়ী দুটি দল বিকালে ফাইনালে মুখোমুখি হবে।