চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত ১ম ও ২য় বিভাগ হ্যান্ডবল লিগ গতকাল বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। সিজেকেএস হ্যান্ডবল কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সদস্য সৈয়দ আবুল বশর এর সভাপতিত্বে এবং হ্যান্ডবল কমিটির সম্পাদক আছলাম মোরশেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্পন্সর প্রতিষ্ঠান ভিশন শিপিং এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সালাহ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ–সভাপতি দিদারুল আলম চৌধুরী, এ.কে.এম. এহসানুল হায়দার চৌধুরী (বাবুল), মো: হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও মোঃ মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য ও হ্যান্ডবল ফেডারেশনের সহ সভাপতি ওয়াহিদ দুলাল, নির্বাহী সদস্য জহির আহমেদ চৌধুরী, মোহাম্মদ ইউসুফ, গোলাম মহিউদ্দীন হাসান, মোহাম্মদ শাহজাহান, হাসান মুরাদ বিপ্লব, মো: দিদারুল আলম, নাসির মিঞা, মো: হারুন আল রশীদ, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, সাবেক নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন ও তানভীর আহমেদ চৌধুরী, সিজেকেএস হ্যান্ডবল কমিটির যুগ্ম সম্পাদক কল্লোল দাশ, সিজেকেএস কাউন্সিলর মাহমুদুর রহমান মাহাবুব, আক্তারুজ্জামান, প্রবীণ কুমার ঘোষ, ডা. তিমির বরণ চৌধুরী, আবদুর রশিদ লোকমান, লুৎফুল করিম সোহেল, রায়হান উদ্দীন রুবেল, কাজী মো: জসিম উদ্দীন, জাহেদ হোসেন, সাইফুল আলম খাঁন, জাফর ইকবাল, এস এম ইকবাল মোর্শেদ, হ্যান্ডবল কমিটির সদস্য জাবেদা বেগম মিটুল প্রমুখ।
গতকাল প্রথম বিভাগ লিগের খেলায় এম এইচ স্পোর্টিং ক্লাব ৬–২ গোলে কোয়ালিটি এস সি ব্লুজকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় কোয়ালিটি স্পোর্টস ক্লাব ৪–০ গোলে চন্দনপুরা একাদশকে এবং ইয়ং স্টার ব্লুজ ১৩–৬ গোলে গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠীকে পরাজিত করে। এছাড়া প্রিমিয়ার লিগের খেলায় সেবানিকেতন ৪–২ গোলে ওপিএকে, বঙিরহাট ইয়ংম্যান্স ক্লাব ৫৭–৭ গোলে ক্রিসেন্ট ক্লাবকে, মুক্ত বিহঙ্গ ১৪–৯ গোলে কাস্টমস স্পোর্টস ক্লাবকে, ফ্রেন্ডস ক্লাব ১৬–৫ গোলে আগ্রাবাদ নওজোয়ান ক্লাবকে এবং বাকলিয়া একাদশ ১৭–৭ গোলে চট্টগ্রাম আবাহনী লি. জুনিয়রকে পরাজিত করে।