০১৬৪৭৫২০৩০৯ নম্বর থেকে ফোন করে আজাদীর চিফ রিপোর্টারকে হুমকি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৮ জুলাই, ২০২২ at ৩:৫২ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবরকে ০১৬৪৭৫২০৩০৯ নম্বর থেকে ফোন করে হুমকি দেয়া হয়েছে। গতকাল রাতে হাসান আকবরের মোবাইলে ফোন করে এক ব্যক্তি নিজেকে বায়েজিদ থানা ছাত্রলীগ সভাপতি রাকিব পরিচয় দেয়। সে আজাদী অফিসে নিজের দলের ছেলে পাঠিয়ে সাংবাদিককে শায়েস্তা করারও হুমকি দেয়। নিউজ করতে কত টাকা লাগবে তাও জানতে চায় এবং অশালীন ভাষায় গালাগাল করে। বিষয়টি নিয়ে বায়েজিদ থানা ছাত্রলীগের আহ্বায়ক সুলতান মাহমুদ ফয়সালের সাথে যোগাযোগ করা হলে তিনি ওই ফোন নম্বরটি তার নয় এবং তিনি এই ধরনের কোনো ফোন করেননি বলে জানান।
পরবর্তীতে দৈনিক আজাদী থেকে ওই নম্বরে ফোন করে পরিচয় জানতে চাইলে সে নিজের নাম নিঝুম বলে পরিচয় দেয় এবং বহদ্দারহাট থাকে বলে জানায়। সে সাংবাদিক হাসান আকবরকে শায়েস্তা করতে মহিউদ্দীন বাচ্চুকে নিয়ে দৈনিক আজাদী অফিসে আসবে বলেও হুমকি দেয়। এই ব্যাপারে আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন বাচ্চুর সাথে যোগাযোগ করা হলে তিনি ওই নামের কাউকে চিনেন না বলে জানান। ওই ব্যক্তির কলরেকর্ড পুলিশকে প্রদান করা হয়েছে।
প্রসঙ্গত, পাঁচলাইশ থানাধীন জাতিসংঘ পার্কের পাশে প্রাইভেটকার থেকে পুটলিতে মুড়িয়ে ছুঁড়ে ফেলা হতভাগ্য এ নবজাতকের জন্ম এবং পরিণতির ব্যাপারে খোঁজ খবর নেয়ার এক পর্যায়ে হাসান আকবরের ব্যক্তিগত মোবাইল নম্বরে উক্ত নম্বর থেকে এই ফোন কল আসে।

পূর্ববর্তী নিবন্ধঅনুমতি ছাড়া ওয়াসার রাস্তা খননে মেয়রের ক্ষোভ
পরবর্তী নিবন্ধহাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা