হয়রানি বন্ধে স্বর্ণ ব্যবসায়ীদের এক মাসের আল্টিমেটাম

| বৃহস্পতিবার , ১০ ডিসেম্বর, ২০২০ at ১১:৩৫ পূর্বাহ্ণ

ভ্যাট, আয়কর ও প্রশাসনের হয়রানি বন্ধে এক মাসের আল্টিমেটাম দিয়েছে চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ীরা। গতকাল বুধবার নগরীর কেসিদে রোডস্থ সংগঠনের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচিতে এই আল্টিমেটাম দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) চট্টগ্রাম শাখা। মানববন্ধনে বক্তারা বলেন, করোনা মহামারীতে জুয়েলারি ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি ভ্যাট ও আয়কর সেকশন থেকে আমাদের কোনো ব্যবসায়ীদের ওপর হয়রানি ও মামলা দেওয়া হয় তাহলে এক মাস পর চট্টগ্রামের ব্যবসায়ী সমাজকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। সমাবেশে সভাপতিত্ব করেন বাজুস চট্টগ্রাম শাখার সহ-সভাপতি রপন কান্তি ধর। সংগঠনের অতিরিক্ত সাধারণ সম্পাদক সুজিত বরণ ধরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী। বক্তব্য রা েসৈয়দ খুরশীদ আলম, জহরলাল হাজারী, রুমকি সেনগুপ্ত, সাজু বিশ্বাস, নুরুল আবছার চৌধুরী, সুভাষ চন্দ্র ধর, মোহাম্মদ আলী, সাধন ধর, প্রদীপ দেব, কোষাধ্যক্ষ গোপীনাথ ধর, নিরঞ্জন কর্মকার, সত্য কুমার ধর, শান্তনু বণিক, তপন কান্তি ধর, মন্টু চন্দ্র সরকার, কাজল বণিক, রাজু ধর, রুবেল দে, টুটন ধর, সজিব কান্তি দাশ, মৃদুল ধর, লায়ন আশীষ ভট্টাচার্য্য, দীবেশ চন্দ্র নাথ, বিচিত্র রঞ্জন নাথ, কমল দে, সুব্রত বণিক, প্রদীপ ধর, অনুপম চৌধুরী, কৃষ্ণ ধর, তাপস ধর, সুভাষ দেবনাথ, চন্দন বণিক, বিপুল বণিক, সাজু ধর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওরশের টাকা তুলতে গিয়ে প্রাণ গেল শিশুর
পরবর্তী নিবন্ধরাস্তা ও নালার উপর দোকান