হয়তো এই যাত্রায় বেঁচেও যেতে পারি

| বুধবার , ২৪ মার্চ, ২০২১ at ৮:৪৬ পূর্বাহ্ণ

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা কাজী হায়াতের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। সেখান থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
কাজী হায়াৎ পুত্র চিত্রনায়ক কাজী মারুফ তার ফেসবুক অ্যাকাউন্টে সোমবার রাতে একটি ভিডিওবার্তা প্রকাশ করেছেন। যেখানে দেখা যায় আইসিইউ’র বেডে শুয়ে দোয়া চাইছেন কাজী হায়াৎ। ভিডিওবার্তায় কাজী হায়াৎ বলেন, আমি এখন এই মুহূর্তে আইসিইউতে, ভালো আছি। আমার জন্য দোয়া করবেন। হয়তো এই যাত্রায় বেঁচেও যেতে পারি। গত রোববার কাজী হায়াতকে আইসিইউতে নেওয়া হয়েছে বলেন কাজী মারুফ। তিনি আরও জানান, এই বর্ষীয়ান নির্মাতার ফুসফুস ৪০ শতাংশেরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগের চেয়ে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে তার। এখন অঙিজেন ১০ লিটার লাগছে। চিকিৎসক বলছেন তিনি সুস্থ হয়ে উঠবেন-এই অবস্থায় দুইদিন অতিবাহিত হলেই আর ঝুঁকি থাকবে না। গত ১০ মার্চ কাজী হায়াত জানান, স্ত্রীসহ তিনি করোনা আক্রান্ত। এরপর ১৫ মার্চ তারা রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। সেখানেই তাদের চিকিৎসা চলছে। তবে তার স্ত্রী রোমিসা হায়াত এখন সুস্থ আছেন।

পূর্ববর্তী নিবন্ধবিয়ে করেছেন নায়িকা পপি!
পরবর্তী নিবন্ধভালোবাসা তবুও