হ্যাটট্রিক হয়েছে বুঝতেই পারেননি কামিন্স

স্পোর্টস ডেস্ক 

| শনিবার , ২২ জুন, ২০২৪ at ৫:৫০ পূর্বাহ্ণ

প্যাট কামিন্সের অফ স্টাম্পের বাইরের স্লোয়ার ডেলিভারি স্কুপ করলেন তাওহিদ হৃদয়। শর্ট ফাইন লেগে সহজ ক্যাচ নিলেন জশ হেইজেলউড। অন্য যেকোনো উইকেটের মতো চওড়া হাসিতে দুই হাত উঁচিয়ে উদযাপন সারলেন কামিন্স। এর বেশি কিছু করার কথা তার মাথায়ও ছিল না। কেননা অস্ট্রেলিয়ান পেসার বুঝতেই পারেননি ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক হয়ে গেছে তার। অ্যান্টিগায় গতকাল শুক্রবার বাংলাদেশের ইনিংসের শেষ ওভারের প্রথম বলে হৃদয়ের উইকেট নেন কামিন্স। এর আগে ১৮তম ওভারের শেষ দুই বলে তিনি ফেরান মাহমুদউল্লাহ ও শেখ মেহেদি হাসানকে। আর এতেই হয়ে যায় চলতি বিশ্বকাপের প্রথম ও সবমিলিয়ে টিটোয়েন্টির বিশ্ব আসরের সপ্তম হ্যাটট্রিক। অস্ট্রেলিয়ার দ্বিতীয় বোলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিকের পর ম্যাচ সেরার পুরস্কারও জিতেন কামিন্স। পুরস্কার গ্রহণ করে কামিন্স বলেন শুরুতে জানতেনই না এই কীর্তি গড়েছেন তিনি। আমার কোনো ধারণাই ছিল না। জায়ান্ট স্ক্রিনে দেখলাম। মার্কাস স্টয়নিসও এসে বলল। সেট ব্যাটসম্যান হৃদয় ছিল স্ট্রাইকে। তাদের ইনিংস এগিয়ে নিচ্ছিল। আপনি কখনও বলতে পারবেন না সেখান থেকে কী হতে পারে। সেটি বড় উইকেট ছিল। তাদের আটকে রাখতে পারায় খুশি। স্বীকৃত ক্রিকেটে এটিই কামিন্সের প্রথম হ্যাটট্রিক। তার আগে এই সংস্করণে অস্ট্রেলিয়ার হয়ে তিন বলে তিন উইকেটের কীর্তি গড়েন ব্রেট লি, অ্যাশটন অ্যাগার ও ন্যাথান এলিস। এদের মধ্যে ব্রেট লি ও এলিসের হ্যাটট্রিক আবার বাংলাদেশের বিপক্ষেই। ব্রেট লির এই অর্জন ২০০৭ বিশ্বকাপে। কামিন্সের হ্যাটট্রিকটি বেঞ্চে বসে দেখেছেন অ্যাগার ও এলিস। তাদের কাছ থেকে স্বাগত বার্তা পাওয়ার কথা বললেন অভিজ্ঞ এই পেসার। বয়সভিত্তিক ক্রিকেটে কয়েকটি হ্যাটট্রিক করেছি। অস্ট্রেলিয়ার হয়ে আগে কখনও হয়নি। বেঞ্চে থাকা অ্যাগার ও এলিসের হ্যাটট্রিক আছে। তাদের ক্লাবে যোগ দিলাম। এটি করতে পারা দারুণ ব্যাপার। চমৎকার একটি ক্লাবের অংশ হলাম। তারা আমাকে স্বাগত জানাচ্ছে। টিটোয়েন্টিতে বাংলাদেশে বিপক্ষে সপ্তম হ্যাটট্রিক এটি। আর কোনো দেশের বিপক্ষে হয়নি এত বেশি হ্যাটট্রিক। এর তিনটিতেই আবার জড়িয়ে মাহমুউল্লাহর নাম। তিন সংস্করণ মিলিয়ে মোট ৬টি হ্যাটট্রিকে আউট হওয়া ব্যাটসম্যানদের একজন মাহমুদউল্লাহ। দুটিই রেকর্ড।

পূর্ববর্তী নিবন্ধঅবিশ্বাস্য জোড়া গোল মিস করলেও করিয়েছেন একটি সহজ জয়ে কোপা শুরু চ্যাম্পিয়ন আর্জেন্টিনার
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ার আরো এগিয়ে যাওয়ার আর আফগানদের টিকে থাকার লড়াই কাল ভোরে