হোয়ারাপাড়া সুদর্শন বিহারে চীবর দান

রাউজান প্রতিনিধি | রবিবার , ২৫ অক্টোবর, ২০২০ at ৬:২০ পূর্বাহ্ণ

রাউজানের বৌদ্ধ পল্লী হোয়ারাপাড়া সুদর্শন মহাবিহারে প্রবারণা পূর্ণিমা ও দানোত্তম কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম মহাসচিব অধ্যাপক সুমেধানন্দ মাহাথের বলেছেন মানবতা, নৈতিকতা, আদর্শ, সুশৃংঙ্খলতার মধ্যেই রয়েছে ধর্ম। এসব গুণ যাদের রয়েছে তারাই প্রকৃত মানুষ। গত ২৩ অক্টোবর সুদর্শন মহাবিহার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করা হয় মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সি. সহ-সভাপতি সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের। প্রধান ধর্মদেশক ছিলেন খৈয়্যাখালী ধর্মাবিজয়ারাম বিহারের প্রতিষ্ঠাতা উ-পঞঞা চক্ক মহাথের। দুই পর্বে অনুষ্ঠিত আয়োজনের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান উদ্বোধন করেন এফবিসিসিআই এর পরিচালক ডা. মিলন কান্তি বড়ুয়া। মূখ্য আলোচক ছিলেন গাছবাড়ীয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. সুব্রত বরণ বড়ুয়া।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসির ভার্চুয়াল কর্মশালা
পরবর্তী নিবন্ধপ্রকৌশল ও টেকনিক্যাল ট্রেনিং সেন্টার শীঘ্রই