হোয়াটসঅ্যাপ ব্যাকআপে এলো ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’

| রবিবার , ১২ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৪৫ পূর্বাহ্ণ

এই গ্রীষ্মে অনেকটা নিরবেই চ্যাটিং হিস্ট্রি ব্যাকআপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন আনার পরীক্ষা শুরু করেছিলো হোয়াটসঅ্যাপ। এবার সে ফিচারটি আনুষ্ঠানিকভাবে এসেছে বলে জানিয়েছে তারা। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, সব ব্যবহারকারী এখন তাদের চ্যাটিং হিস্ট্রির ব্যাকআপ এনক্রিপ্ট করতে পারবেন। ২০১৬ থেকেই এনক্রিপশন সুবিধা রয়েছে হোয়াটসঅ্যাপ মেসেজে। খবর বিডিনিউজের। কিন্তু ব্যাকআপের ক্ষেত্রে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা ছিলো না এতোদিন। কিন্তু এখন সর্বশেষ আপডেট অনুসারে ক্লাউড স্টোরেজ সেবায় ব্যাকআপ পৌঁছানোর আগেই তাতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন যোগ করে দিতে পারবেন ব্যবহারকারীরা। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আসন্ন সপ্তাহগুলোতে ব্যবহারকারীরা আপডেটটি হাতে পেতে পারেন। এক ব্লগ পোস্টে মেসেজিং সেবাদাতা প্রতিষ্ঠানটি লিখেছে, এনক্রিপশন সচল হয়ে যাওয়ার পর হোয়াটসঅ্যাপ বা ব্যাকআপ সেবাদাতা কেউই আর ব্যাকআপ চ্যাটিং হিস্ট্রিতে প্রবেশ করতে পারবেন না। ব্যাকআপ অভিনব, এলোমেলোভাবে সৃষ্ট এনক্রিপশন কি দিয়ে সুরক্ষিত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধআনুষ্ঠানিকভাবে ডেস্কটপ সার্চে ডার্ক মোড আনলো গুগল
পরবর্তী নিবন্ধআইপিএল থেকে সরে দাঁড়ালেন আরো তিন ইংলিশ ক্রিকেটার