হোয়াটসঅ্যাপে চ্যাট লুকিয়ে রাখবেন যেভাবে

| রবিবার , ২৮ নভেম্বর, ২০২১ at ৯:১৫ পূর্বাহ্ণ

অনেকেই প্রয়োজনীয় তথ্য হোয়াটসঅ্যাপে আদান প্রদান করেন। তবে ফোন আনলক করে কারও হাতে দেওয়া নিয়েই থাকে ভয়। যদি হুট করে কেউ এসব তথ্য দেখে ফেলেন, তাহলে বাধে সমস্যা। তবে এর সমাধানও আছে। চলুন তাহলে জেনে নিই হোয়াটসঅ্যাপে গুরুত্বপূর্ণ চ্যাট লুকিয়ে রাখার কৌশল-
১। প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন। হোম পেজের যেখানে চ্যাট লিস্ট সাজানো থাকে, সেখানের ডানদিকে তিনটি ডট দেখতে পাবেন। তাতে টাচ করুন। ২। এরপর ঝবঃঃরহমং- অপশনে যান। সেখানে অপপড়ঁহঃ অপশনে টাচ করুন। ৩। এরপর চৎরাধপু নামের একটি অপশন পাবেন। তাতে ক্লিক করুন। ৪। প্রাইভেসি অপশনে প্রবেশের পর নিচের দিকে ‘ঋরহমবৎঢ়ৎরহঃ খড়পশ’ পাবেন। সেটিতে টাচ করুন। ৫। এরপর ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টার করুন। ৬। ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টারের পরেই আপনার হোয়াটস্যাপে ফিঙ্গারপ্রিন্ট লক চালু হয়ে যাবে। এরপর আপনি ছাড়া কেউ গোপন চ্যাট দেখতে পারবেন না।

পূর্ববর্তী নিবন্ধখেলা উভয় পক্ষে আছে : লিটন
পরবর্তী নিবন্ধইউক্রেনের প্রেসিডেন্ট অভ্যুত্থানের পরিকল্পনা হচ্ছে, জড়িত রাশিয়ানরা