ইলেকটোরাল কলেজের ভোটে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন নিশ্চিত হলেই হোয়াইট হাউস ছেড়ে দেবেন বলে জানিয়েছেন ডনাল্ড ট্রাম্প। চলতি মাসের ৩ তারিখে হওয়া প্রেসিডেন্ট নির্বাচনের গণনাকৃত ভোটের ধারা অনুযায়ী রিপাবলিকান এ প্রার্থী তার প্রতিদ্বন্দ্বীর কাছে সুস্পষ্ট ব্যবধানে পরাজিত হয়েছেন বলে ধারণা পাওয়া গেলেও ৭৪ বছর বয়সী ট্রাম্প এখন পর্যন্ত পরাজয় স্বীকার করেননি। গত বৃহস্পতিবারও তিনি সাংবাদিকদের কাছে ‘হার মেনে নেওয়া কঠিন হবে’ বলে মন্তব্য করেছেন। খবর বিডিনিউজের।
এদিন তিনি ফের নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুললেও এর সপক্ষে কোনো প্রমাণ হাজির করেননি বলে জানিয়েছে বিবিসি। বিভিন্ন রাজ্যের ভোটের ফল অনুযায়ী বাইডেনকে ট্রাম্পের তুলনায় ইলেকটোরাল ভোটে ৩০৬-২৩২ ব্যবধানে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে প্রেসিডেন্ট ঠিক হয় না, হয় রাজ্যগুলোর জন্য আনুপাতিক হারে বরাদ্দ ইলেকটোরাল কলেজ ভোট পদ্ধতিতে। নির্বাচিত হতে হলে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে ন্যূনতম ২৭০টি ব্যাগে পুরতে হয়।