হোয়াইট হাউসে ফের আরেকজনকে কামড়াল বাইডেনের কুকুর

| বৃহস্পতিবার , ১ এপ্রিল, ২০২১ at ৬:২৮ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পোষা কুকুর মেজর ফের হোয়াইট হাউসে আরেক ব্যক্তিকে কামড় দিয়েছে। চলতি মাসের প্রথম দিকে হোয়াইট হাউসে এক নিরাপত্তাকর্মীকে কামড়ানোর পর মেজরকে প্রশিক্ষণের জন্য ডেলাওয়্যারে পাঠানো হয়েছিল, সেখান থেকে ফেরার দুদিনের মধ্যে কুকুরটি ফের একই ঘটনা ঘটাল বলে বিবিসি জানিয়েছে।
ফার্স্ট লেডি জিল বাইডেনের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘সতর্ক থাকার পরও’ যে ব্যক্তিকে কুকুরটি কামড় দিয়েছে তাকে হোয়াইট হাউসের চিকিৎসা ইউনিট শুশ্রুষা করার পর তিনি কাজে ফিরে গেছেন। বাইডেনের দুটি জার্মান শেফার্ডের মধ্যে ছোটটির নাম ‘মেজর’। মেজর ও চ্যাম্প হোয়াইট হাউসে অবস্থানকারী প্রথম উদ্ধারকারী কুকুর। খবর বিডিনিউজের।
‘এটি (মেজর) একটি মিস্টি কুকুর,’ বলেছেন বাইডেন। বাইডেনের স্ত্রী জিলের মুখপাত্র মাইকেল লারোসা সোমবারের ঘটনাটির বিষয়ে বলেছেন, মেজর নতুন পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে। সে হাঁটতে গিয়ে একজনকে কামড়ে দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকরোনাভাইরাস ‘ল্যাব থেকে ছড়িয়েছে’ তত্ত্ব নিয়ে আরও কাজ করা দরকার : ডব্লিউএইচও
পরবর্তী নিবন্ধআকাশপথের নিয়মিত যাত্রী কারা