যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে সন্দেহজনক সাদা পাউডার মেলার পর বেঁধে গিয়েছিল হুলস্থুল, পরে জানা গেল, সেই পাউডার আসলে কোকেন। মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ে রোববার রাত পৌনে ৯টার দিকে সাদা পাউডার সদৃশ উপাদান খুঁজে পান সিক্রেট সার্ভিস এজেন্টরা। সঙ্গে সঙ্গে কিছু সময়ের জন্য হোয়াইট হাউসের ওই অংশ খালি করে ফেলা হয়। খবর বিডিনিউজের।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওয়েস্ট উইংয়ে পাওয়া সাদা পাউডারকে ‘কোকেন’ বলে শনাক্ত করেছে ওয়াশিংটন ফায়ার ও জরুরি সেবা বিভাগ। তবে এর বিস্তারিত জানা যায়নি।
তবে ওই ঘটনার সময় প্রেসিডেন্ট বাইডেন তার বাসভবনে ছিলেন না। পরিবার নিয়ে ক্যাম্প ডেভিডে ছুটিতে ছিলেন তিনি।