হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেলিগ ম্যাকেনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার টুইটে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। একটি বিবৃতিতে তিনি বলেন, কোনো উপসর্গ ছিল না। এরপরও তিনি করোনা টেস্ট করিয়েছিলেন। এরপরই পজিটিভ রিপোর্ট আসে। ম্যাকেনি এও জানিয়েছেন, তিনি ইতোমধ্যেই কোয়ারেন্টিন শুরু করেছেন। এছাড়া তিনি এখনও অফিসের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলেও জানিয়েছেন।