যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর আলোচনার কেন্দ্রে এখন হোয়াইট হাউজের এক সপ্তাহ আগের এক অনুষ্ঠান। সুপ্রিম কোর্টে বিচারক কনি ব্যারেটকে মনোনয়নের ঘোষণা দিয়ে গত ২৫ সেপ্টেম্বর হোয়াইট হাউজের রোজ গার্ডেনে এই অনুষ্ঠান হয়েছিল। সেই অনুষ্ঠানে অংশ নেওয়া কমপক্ষে ৭ জন করোনায় আক্রান্ত হওয়ার পর এখন সমালোচনার ঝড় বইছে সেই আয়োজন নিয়ে, যাকে বিপজ্জনকও আখ্যায়িত করা হচ্ছে।
কোভিড-১৯ মহামারীর শুরু থেকে ট্রাম্প এ নিয়ে হেসে-খেলে উড়িয়ে দিচ্ছিলেন, যুক্তরাষ্ট্রে দুই লাখ মানুষের মৃত্যুর পরও ওই অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি পালনের বালাই ছিল না। ট্রাম্পসহ উপস্থিত সেনেটর, অতিথিদের অধিকাংশের মুখেই মাস্ক ছিল না। তারা বসেছিলেনও গা ঘেঁষাঘেষি করে।
প্রেসিডেন্ট ও ফার্সটলেডির পর শুক্রবার ট্রাম্পের সাবেক উপদেষ্টা কেলিয়ান কনওয়েরও কোভিড-১৯ পজিটিভ এসেছে। ওই অনুষ্ঠানে ফার্সটলেডি মেলানিয়া ট্রাম্পের ঠিক পেছনেই বসেছিলেন কনওয়ে। অনুষ্ঠানে থাকা উটাহয়ের সেনেটর মাইক লি এবং নর্থ ক্যারোলাইনার সেনেটর টম টিলিসেরও সংক্রমণ ধরা পড়েছে। সেদিন সাতজন রিপাবলিকান সেনেটর এক সারিতে বসেছিলেন। তার মধ্যে মাইক লির মুখে মাস্ক ছিল না। অনুষ্ঠান শেষে বিভিন্ন জনের সঙ্গে তার আলিঙ্গনাবদ্ধ হওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। ওই অনুষ্ঠানে থাকা আরও চারজনের করোনাভাইরাস পজিটিভ এসেছে বলে খবর দিয়েছে বিবিসি। সেখানে উপস্থিত কয়েকজন সাংবাদিকও আক্রান্ত হয়েছেন বলে খবর এসেছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে। এরপর থেকে রোজ গার্ডেনের ওই অনুষ্ঠান আয়োজনে হোয়াইট হাউজের দায়িত্বশীলতা নিয়ে সমালোচনা চলছে। ধারণা করা হচ্ছে যে রোজ গার্ডেনের ওই অনুষ্ঠান থেকেই আক্রান্ত হয়ে থাকতে পারেন ট্রাম্প। এছাড়া বেশ কয়েকজনের সংক্রমণ ধরা পড়ার পর ওই আয়োজনটি থেকে বহু মানুষ আক্রান্ত হয়েছেন- এমন আশঙ্কাও বাড়ছে। তবে বিচারপতি হিসেবে ট্রাম্পের মনোনয়ন পাওয়া ব্যারেট শুক্রবার জানিয়েছেন তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। এক সংবাদে বলা হয়, ওই অনুষ্ঠানে চেয়ারগুলো সামাজিক দূরত্বের নিয়ম মেনে বসানো ছিলো না।