৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতার পর ২-০ ব্যবধানে জিতল টেস্ট সিরিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরাসরি বাংলাদেশে খেলতে এসে দল যেভাবে সাড়া দিয়েছে তাতে মুগ্ধ বাবর। মিরপুরে বুধবার ইনিংস ও ৮ রানে দ্বিতীয় টেস্ট জেতার পর পিসিবির পাঠানো ভিডিও বার্তায় দল নিয়ে তার গর্বের কথা জানান পাকিস্তান অধিনায়ক।
‘আত্মবিশ্বাস জোগালে, ওদের ভূমিকা পরিষ্কার করে দিলে এবং দল হিসেবে নিজেদের মেলে ধরার চেষ্টা করতে থাকলে ফল মেলে। টি-টোয়েন্টি বিশ্বকাপে, এখানে টি-টোয়েন্টি সিরিজে ও টেস্ট সিরিজে যেভাবে ছেলেরা সাড়া দিয়েছে এবং দায়িত্ব নিয়েছে, আমার মতে, এসব ব্যাপারই দলকে এগিয়ে নিয়ে যায়। অধিনায়ক হিসেবে আমি বেশ গর্বিত যে আমার এরকম একটি দল আছে। যেভাবে আমরা দুটি সিরিজই জিতলাম, আজকে টেস্ট ম্যচে যেভাবে জয় এলো, তা ছিল অসাধারণ।’দ্বিতীয় টেস্টে একরকম অভাবনীয় জয় পেয়েছে পাকিস্তান। প্রথম তিন দিনে সম্ভাব্য ২৭০ ওভারের মধ্যে খেলা হয় কেবল ৬৩.২ ওভার। চতুর্থ দিনেও দুই দলের একটি করে ইনিংস শেষ হওয়া বাকি ছিল।
৩০০ রানে প্রথম ইনিংস ঘোষণা করে এই পরিস্থিতি থেকে কোনো ম্যাচ ইনিংস ব্যবধানে জেতা অসাধরণের চেয়েও যেন বেশি কিছু।
বাবর জানান, ‘কোনো বিষয়ে পরিষ্কার ভাবনাটা যদি এমন হয় যে জিততেই হবে আর তখন সেটির পেছনে ছুটতে থাকলে, লক্ষ্য তাড়া করলে ফলাফল পক্ষে আসেই। আমি সবাইকে এই বার্তাই দিয়েছি যে চেষ্টা করতে হবে এবং পরিকল্পনায় অটল থাকতে হবে। যে যেমন বোলিং বা ব্যাটিং পারে, সেটাই করতে হবে। তবে মানসিকতা যেন ইতিবাচক থাকে। স্রেফ এটাই ভাবতে হবে যে আমাদের জিততে হবে। সেটাই আমরা পেয়েছি।’