হোয়াইক্যংয়ে ইয়াবা কার্তুজসহ রোহিঙ্গা আটক

টেকনাফ প্রতিনিধি | বুধবার , ১৮ নভেম্বর, ২০২০ at ১১:০৬ পূর্বাহ্ণ

টেকনাফে হোয়াইক্যংয়ের রইক্ষ্যং পুটিবনিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ইয়াবা-কার্তুজসহ এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। তার নাম মো. রাজিব (২১)। মঙ্গলবার সকাল ৬টার দিকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) তাকে আটক করে। আটক রাজিব ক্যাম্পের ডি/১ ব্লকের বাসিন্দা মো. আবুল আলমের ছেলে। ১৬ এপিবিএন পুলিশের অধিনায়ক হেমায়েতুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ব্যাপারে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। আটককৃতকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমাতারবাড়ী সমুদ্র বন্দর অর্থনীতিতে গেইম চেঞ্জার হিসেবে কাজ করবে
পরবর্তী নিবন্ধকরোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায়ও গাউসিয়া কমিটিকে তৈরি থাকতে হবে