টেকনাফে হোয়াইক্যংয়ের রইক্ষ্যং পুটিবনিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ইয়াবা-কার্তুজসহ এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। তার নাম মো. রাজিব (২১)। মঙ্গলবার সকাল ৬টার দিকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) তাকে আটক করে। আটক রাজিব ক্যাম্পের ডি/১ ব্লকের বাসিন্দা মো. আবুল আলমের ছেলে। ১৬ এপিবিএন পুলিশের অধিনায়ক হেমায়েতুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ব্যাপারে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। আটককৃতকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।