আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে গত শুক্রবার জুমার নামাজের পর বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বাইতুল মামুর জামে মসজিদ ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান সাবেক মেয়র এম মনজুর আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি মনজুর আলম বলেন, মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট আল্লাহর সন্তুষ্টি ও মানব কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় যুক্ত হলো বগুড়ায় বাইতুল মামুর জামে মসজিদ। মহান সৃষ্টিকর্তার নৈকট্য অর্জন ও মানব সেবার জন্যই এই ফাউন্ডেশন ও ট্রাস্টের পথ চলা। শুধু চট্টগ্রাম নয় বর্তমানে অত্র প্রতিষ্ঠান বাংলাদেশের বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসা নির্মাণসহ নানা মানবিক কার্যক্রম নিরবে করে যাচ্ছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোস্তফা-হাকিম গ্রুপ ও হোসনে আরা-মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মো. নিজামুল আলম রাজু, মোহাম্মদ সারওয়ার আলম, ফারুক আজম, সাইফুল আলম, মোহাম্মদ আলমগীর, মাহফুজুল হক চৌধুরী, বাদশা আলম, বগুড়া চন্দনবাইশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুন্নবি হিরো, মো. আব্দুল হামিদ, জালাল উদ্দিন, মাসুদুর রহমান রানা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।







