হোল্ডিং ট্যাক্স আদায়ে সঠিক মূল্যায়ন করা হোক

| মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:০৪ পূর্বাহ্ণ

সম্প্রতি চট্টগ্রাম সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স আদায়ে তৎপর হয়েছে আমরা নগরবাসীরা তাতে উৎসাহিত হয়েছি। তবে বিগত সরকারের নেয়া মূল্যায়ন এর ভিত্তিতে ধরা ট্যাক্স এর আদায় এ নগরবাসীকে ট্যাক্স ‘দাবী বিল’ এর সনদ প্রেরণ করছে। যাতে আমরা নগরবাসী হতবাক হয়েছি অন্তত বর্তমান মেয়র জনগণের মেয়র হিসাবে আগে সবার মতামত নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে জনসম্পৃক্ততার সাথে সাথে মত বিনিময় করে সময় নিয়ে করা উচিৎ ছিল বলে মনে করি আমরা।

শতভাগ আরোপিত দমনমূলক হোল্ডিং ট্যাক্স আদায়ের পূর্বে সঠিক মূল্যায়ন প্রয়োজন। বিগত সরকার জনমতের তোয়াক্কা না করে একচেটিয়া হোল্ডিং ট্যাক্স আদায় করার লক্ষ্যে এই তৎপরতা চালিয়েছিল জনগণ এর বিরুদ্ধে আন্দোলন করেছিল। এখন তো সেই অবস্থা নেই। এখন জনগণের মেয়র জনপ্রতিনিধিত্বশীল তাই আপনাদের দায়িত্ব ও কর্তব্য অনেক বেশি। আমরা আশা করবো সময় নিয়ে সঠিক মূল্যায়ন করে কর আদায় করুন আমরা সানন্দে কর দিতে লাইনে দাঁড়িয়ে যাব।

মোহাম্মদ হায়দার আলী

জয়নগর লেইন ২,

চকবাজার, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধমৈত্রেয়ী দেবী : প্রগতিচেতনায় ঋদ্ধ কথাশিল্পী
পরবর্তী নিবন্ধবাবাকে মনে পড়ে