হোল্ডারকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১০ জুন, ২০২২ at ৭:৪৮ পূর্বাহ্ণ

অল রাউন্ডার জেসন হোল্ডার বিশ্রামে পুরো সিরিজের জন্যই। ইনজুরির কারণে অনিশ্চিত কেমার রোচ। আপাতত তার জায়গা হয়নি স্কোয়াডে। নেই অভিজ্ঞ গতি তারকা শ্যানন গ্যাব্রিয়েলও। বাংলাদেশের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে তাই অনভিজ্ঞ পেস আক্রমণ নিয়ে নামতে পারে ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য গত বুধবার ১২ জনের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। রোচ ফিটনেস টেস্টে উতরাতে পারলে ১৩তম সদস্য হিসেবে যোগ হবেন দলে। মূল স্কোয়াডে জায়গা না পেলেও রিজার্ভ তালিকায় ঠাঁই পেয়েছেন ক্যারিবিয়ান গ্রেট শিবনারায়ন চন্দরপলের ছেলে তেজনারায়ন চন্দরপল। বাবার মতোই বাঁহাতি ব্যাটসম্যান তেজনারায়ন। ব্যাটিংয়ের ধরন ও ঘরানাও প্রায় একই। লম্বা সময় উইকেট আঁকড়ে রাখতে পছন্দ করেন। তবে বাবা ছিলেন মিডল অর্ডার আর ছেলে ওপেনার। কদিন আগে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করেন তেজনারায়ন। সেটিই তাকে এনেছে নির্বাচকদের নজরে।

এদিকে আইপিএল খেলে ফেরার পর বোর্ডের কাছে বিশ্রাম চেয়েছিলেন হোল্ডার। বাংলাদেশের বিপক্ষে তিন সংস্করণের সিরিজকেই তাকে বিশ্রাম দিয়েছে বোর্ড। আগামী বৃহস্পতিবার থেকে শুরু প্রথম টেস্ট। তার আগে শুক্রবার আজ থেকে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচের জন্য ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের নামও ঘোষণা করা হয়েছে। সেই দলে আছেন তেজনারায়ন চন্দরপল, টেস্ট দলে জায়গা হারানো রোস্টন চেইস ও জোমেল ওয়ারিক্যান।

প্রথম টেস্টের ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড : ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমা বনার, জন ক্যাম্পবেল, জশুয়া দা সিলভা, আলজারি জোসেফ, কাইল মেয়ার্স, গুডাকেশ মোটি, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রিফার, জেডেন সিলস, ডেভন টমাস।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের বিপক্ষে দুটি টেস্টই জিততে চান হেইন্স
পরবর্তী নিবন্ধবরাদ্দ বেড়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের