ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন। খবর বিডিনিউজের।
সোমবার রাতে ট্রাম্প হোয়াইট হাউজে নেতানিয়াহু ও তার সফরসঙ্গীদের নৈশভোজে আপ্যায়িত করেছেন। নৈশভোজ শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন দুই নেতা। এসময় ট্রাম্প ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার সূচী ছিল বলে জানান এবং গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের বিতর্কিত প্রচেষ্টার অগ্রগতির ইঙ্গিত দেন। নেতানিয়াহু জানান, ফিলিস্তিনিদের একটি ভালো ভবিষ্যৎ দিতে পারবে এমন অন্য দেশগুলোর সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
ফিলিস্তিনি ছিটমহল গাজার বাসিন্দাদের প্রতিবেশী দেশগুলোতে সরিয়ে নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি, জানিয়েছে রয়টার্স। নেতানিয়াহু বলেন, লোকজন যদি থেকে যেতে চায়, তারা থাকতে পারবে, কিন্তু তারা যদি চলে যেতে চায়, তবে তাদের চলে যেতে দেওয়া উচিত। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি এমন দেশ খুঁজে পাওয়ার বিষয়ে যারা সবসময় যা বলে তা উপলদ্ধি করার চেষ্টা করবে, সেটি হল তারা ফিলিস্তিনিদের আরও ভালো একটি ভবিষ্যৎ দিতে চায়। আমার মনে হচ্ছে, আমরা এমন বেশ কিছু দেশ পাওয়ার কাছাকাছি আছি। ফিলিস্তিনিদের কোথায় স্থানান্তর করা হবে এমন প্রশ্নে ট্রাম্প জানান, ইসরায়েলের আশপাশের দেশগুলো সাহায্য করছে।