হোয়াইটবোর্ড সায়েন্স ক্লাবকে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের চেক প্রদান

| রবিবার , ১৫ অক্টোবর, ২০২৩ at ৪:৫৬ পূর্বাহ্ণ

বিজ্ঞান শিক্ষা প্রসারে নিবেদিত থেকে তরুণ বিজ্ঞানীদের উদ্ভাবনীমূলক কাজে পৃষ্ঠপোষকতা প্রদানপূর্বক জনসাধারণের মধ্যে বিজ্ঞান সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে চট্টগ্রামে চেক বিতরণ করেছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। গতকাল শনিবার বিকালে নগরীর জামালখানে হোয়াইটবোর্ড সায়েন্স বিজ্ঞান ক্লাবকে এক লাখ টাকা চেক দেওয়া হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ঊর্ধ্বতন আর্টিস্ট কাম অডিও ভিস্যুয়াল অফিসার সৌমিত্র কুমার বিশ্বাস এ চেক তুলে দেন। এর আগে ‘বায়ুশক্তি : নবায়নযোগ্য শক্তির উৎস’ শীর্ষক বিজ্ঞান সভা অনুষ্ঠিত হয়। হোয়াইট বোর্ড সায়েন্স বিজ্ঞান ক্লাবের সমন্বয়ক মাহির আজরফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক বিপ্লব পার্থ। এ সময় উপস্থিত ছিলেন হোয়াইট বোর্ড সায়েন্স বিজ্ঞান ক্লাবের সদস্য মোহাম্মদ আশহাব বিন ওয়াহিদ, এসএম আহসান তোহায়া, অঞ্জন পাল, তাহমিদা সায়ীরা ফারহা, ঋত্বিকা চৌধুরী, অনুভব রুদ্র, জাবেদ মাহমুদ প্রমুখ। সৌমিত্র কুমার বিশ্বাস বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষতা বৃদ্ধিতে ও শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান চেতনার বিকাশ এবং বিজ্ঞানবান্ধব পরিবেশ সৃষ্টিতে হোয়াইট বোর্ড সায়েন্স বিজ্ঞান ক্লাব বিশেষ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স জেলার উদ্যোগ বাংলাদেশে লিওইজমের ৫০ বছর পূর্তির প্রস্তুতি
পরবর্তী নিবন্ধমহালয়ায় শুরু হলো দুর্গা পূজার আনুষ্ঠানিকতা