হোয়াইটওয়াশে চোখ টাইগারদের

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের ৫ম ম্যাচ আজ

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১২ মে, ২০২৪ at ১২:০০ অপরাহ্ণ

পাঁচ ম্যাচের টিটোয়েন্টি সিরিজে ইতিমধ্যেই চারটিতে জয় দেখেছে টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে আজ ৫ম ম্যাচ। আর এ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ করার দিকেই চোখ টাইগারদের। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিরুদ্ধে আজ খেলতে নামছে স্বাগতিক বাংলাদেশ। সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি। দিনের বেলায় ঘরের মাঠে সচরাচর টিটোয়েন্টি ম্যাচ খেলে না বাংলাদেশ। কিন্তু যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আসন্ন টিটোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটি দিনের বেলায় করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজ এবং বিশ্বকাপ মঞ্চে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে দিনের বেলাতেই খেলতে হবে বাংলাদেশকে। জিম্বাবুয়ের বিপক্ষে টিটোয়েন্টি সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতির প্লাটফর্ম হিসেবেই নিয়েছে বাংলাদেশ। প্রথম চার ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। এমন ফলাফল ইঙ্গিত দিচ্ছে, বিশ্বকাপের জন্য প্রস্তুতিটা বেশ ভালোই হয়েছে বাংলাদেশের। কিন্তু বাস্তবতা ভিন্ন। স্বাগতিক দলকে এখনো অনেক সমস্যার সমাধান কতে হবে। গত দুই বছরে বোলাররা ভাল করলেও ব্যাটিং নিয়ে এখনো চিন্তার বিষয় রয়েই গেছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ অধিকাংশ ব্যাটারই এখন পর্যন্ত জ্বলে উঠতে পারেননি। বিশ্বকাপ শুরুর মাত্র তিন সপ্তাহ আগে যা বাংলাদেশ দলের জন্য চিন্তার বিষয়। ব্যাট হাতে কেবলমাত্র ওপেনার তানজিদ হাসান তামিম এবং তাওহিদ হৃদয় কিছুটা ধারাবাহিকতা দেখাতে পেরেছেন। কিন্তু কোন ম্যাচেই পুরো ব্যাটিং লাইন আপ ক্লিক করতে ব্যর্থ হয়েছে। কোন ম্যাচে ওপেনাররা ভাল শুরু করলেও মিডল অর্ডার ব্যাটাররা সেটা কাজে লাগাতে ব্যর্থ হচ্ছে। আবার মিডল অর্ডার জ্বলে উঠলেও শেষ দিকে লোয়ার অর্ডার ব্যাটাররা পুরোপুরি ব্যর্থ হচ্ছে। সব মিলিয়ে পুরো ব্যাটিং লাইন আপের ধারাবাহিকতাই এই মুহূর্তে একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং বিশ্বকাপের আগে যা সমাধান করতে হবে। চতুর্থ ম্যাচে জিতে জিম্বাবুয়ের বিপক্ষে টিটোয়েন্টি ফরম্যাটে ২৩বারের মোকাবেলায় জয়ের সংখ্যাটা ১৬তে নিয়ে গেছে বাংলাদেশ। সফরকারীদের বিপক্ষে মাত্র ৭টি ম্যাচে হেরেছে টাইগাররা।

পূর্ববর্তী নিবন্ধঅবসরের ঘোষণা দিলেন অ্যান্ডারসন
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ক্রিকেটে আবাহনীর হ্যাট্রিক শিরোপা