চট্টগ্রামে বাসায় চিকিৎসা সেবা প্রদানকারী প্রথম স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হোম হাসপাতালের সাথে চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাথে সমঝোতা স্মারক চুক্তি সম্পন্ন হয়। এই চুক্তির আলোকে হোম হসপিটাল সেবায় চট্টগ্রাম কর আইনজীবী সমিতি বিশেষ সুবিধা পাবেন। এসময় হোম হসপিটালের পক্ষে প্রধান নির্বাহী জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া এবং চট্টগ্রাম কর আইনজীবী সমিতির পক্ষে সভাপতি অ্যাডভোকেট মো. এনায়েত উল্লাহ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সোলায়মান চুক্তি সম্পন্ন করেন। এছাড়া চট্টগ্রাম কর আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার আজিম চৌধুরী, সিনিয়র সদস্য অ্যাডভোকেট আহসান উল্লাহ, অ্যাডভোকেট শেখর দত্ত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।