হোম হসপিটালের বছরব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প

| শনিবার , ১৩ মার্চ, ২০২১ at ৮:২২ পূর্বাহ্ণ

ব্যতিক্রমী স্বাস্থ্যসেবা নিয়ে ‘হোম হসপিটাল’ যাত্রা শুরু করে গত বছরের ডিসেম্বরে। করোনাকালে ঘরে বসেই মানুষ যেন সেবা নিতে পারে সেই সুযোগ করে দিয়েছে হোম হসপিটাল। মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়ায় যোগাযোগের মাধ্যমে স্বল্প খরচে ঘরে বসেই চিকিৎসা সেবা নিশ্চিত করছে হোম হসপিটাল বিডি। এ ছাড়াও প্রতিমাসে একটি করে নগরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ প্রদান করছে। খবর বাংলানিউজের।
হোম হসপিটালের প্রধান উদ্যোক্তা ও নির্বাহী, জনস্বাস্থ্য বিশেযজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, অনেক সময় ও অর্থ ব্যয় করে নগরের রাস্তার ঝক্কি ঝামেলা সহ্য করে রোগীদের চিকিৎসা সেবা নিতে যেতে হয়। এছাড়া করোনাকালে বিশেষ করে বয়স্কদের নিয়ে চিকিৎসক দেখানো একটু ঝামেলার। তাই সবদিক বিবেচনা করে মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছি। আমাদের মহিলা চিকিৎসক, ফিজিওথেরাপিস্ট ও ডেন্টিস্ট রয়েছেন। প্রশিক্ষিত নার্স-ব্রাদার ও স্বাস্থ্য সহকারী নিয়ে চিকিৎসক টিম নগরে রোগীর স্বজন হয়ে কাজ করছেন। হোম হাসপাতাল স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বছর জুড়ে প্রতিমাসে ফ্রি হেলথ ক্যাম্প ও ফ্রি ওষুধ প্রদান করার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে তিনটি হেলথ ক্যাম্প সম্পন্ন হয়েছে। সর্বশেষ পশ্চিম খুলশী মদিনাতুল মাদরাসা ও এতিমখানায় হোম হসপিটালের ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় ৫০ জন শিশু কিশোরদের মাঝে স্বাস্থ্যসেবা ও ফ্রি ওষুধ প্রদান করা হয়। মাদরাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন, হোম হসপিটালের প্রধান উদ্যোক্তা ও নির্বাহী ডা. বিদ্যুৎ বড়ুয়া, ডা. সৈকত সহ স্বাস্থ্যকর্মীরা হেলথ ক্যাম্পে উপস্থিত ছিলেন। সহযোগিতায় ছিল চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল, রোটারী ক্লাব অব চিটাগং প্রাইম ও সিটিজি ব্লাড ব্যাংক। সিটিজি ব্লাড ব্যাংক ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষা করে।

পূর্ববর্তী নিবন্ধ‘বহুদিনের বাক্যরাশি’ গ্রন্থের প্রকাশনা উৎসব
পরবর্তী নিবন্ধসংক্রমণ বাড়ায় ‘লকডাউনে’ ফিরছে ভারতের নাগপুর