হোম সার্ভিস

নাজমুস সাকিব রহমান | শুক্রবার , ৯ ডিসেম্বর, ২০২২ at ৬:৪২ পূর্বাহ্ণ

কিশোর কুমার মূলত একটা হাওয়াই শার্ট
তারে যে কোনও সময় পরা যায়। তারে পরলেই
শচীনকর্তার ডিরেকশন, লতা মুঙ্গেশকরের দিদি
হয়ে ‘বউ-সাপোর্ট’। তারে পরলেই বনবাতাসি গুলজার;
পিছুপিছু পঞ্চম আর .. আমি।

জাতীয় পরিচয়পত্রের ছবি তোলার আগে
এতসব না-ভেবে, একটা হাওয়াই শার্ট নিতে গিয়ে
কিশোর কুমারকে কিনে ফেলেছিলাম।

তারপর থেকে শার্টটাকে লন্ড্রিতে দিতে পারি না।
ফ্যান হিসাবে আমাকেই একা একা
কিশোর কুমার
ধুতে হয়।

পূর্ববর্তী নিবন্ধচবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ওরিয়েন্টেশন
পরবর্তী নিবন্ধরাত অভিসার